আরপিজিসিএল-এর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সাথে "রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড"-এর অনুকুলে ২,৩০০.০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
সিএনজি কনভারশন ওয়ার্কশপের অনুমোদন প্রক্রিয়া:
আরপিজিসিএল-এর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সাথে "রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড"-এর অনুকুলে ২,৩০০.০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
সিএনজি ফিলিং স্টেশনের সময়বর্ধিতকরণ, স্থানান্তর, নাম ও মালিকানা পরিবর্তনের অনুমোদন প্রক্রিয়া:
>> আবশ্যকীয় কাগজপত্র দলিলাদির তালিকা ডাউনলোড করুন (সময়বর্ধিতকরণ)।
>> আবশ্যকীয় কাগজপত্র দলিলাদির তালিকা ডাউনলোড করুন (স্থানান্তর)।
>> আবশ্যকীয় কাগজপত্র দলিলাদির তালিকা ডাউনলোড করুন (নাম ও মালিকানা পরিবর্তন)।
এসআরও'র আওতায় আমদানিকৃত মালামালের প্রত্যয়নকরণ:
আবেদনের সাথে "রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড"-এর অনুকুলে ১৭,২৫০.০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
>> আবশ্যকীয় কাগজপত্র দলিলাদির তালিকা ডাউনলোড করুন (সিএনজি স্টেশন)।
>> আবশ্যকীয় কাগজপত্র দলিলাদির তালিকা ডাউনলোড করুন (কনভারশন ওয়ার্কশপ)।
সিএনজি কার্যক্রমের বিপরীতে নির্ধারিত সেবা ফি টাকায় (১৫% ভ্যাটসহ):
সেবার নাম | সিএনজি ফিলিং স্টেশন | সিএনজি কনভারশন ওর্য়াকশপ |
আবেদন ফরম | ২,৩০০.০০ | ২,৩০০.০০ |
অনুমোদন | ১,১৫,০০০.০০ | ৫৭,৫০০.০০ |
সময়বর্ধিতকরণ | ২৮,৭৫০.০০ | ১৪,৩৭৫.০০ |
স্থানান্তর | ১,১৫,০০০.০০ | ৫৭,৫০০.০০ |
নাম ও মালিকানা পরিবর্তন | ৬৯,০০০.০০ | ৩৪,৫০০.০০ |
আমদানিকৃত সিএনজি মালামাল/যন্ত্রাংশের প্রত্যয়ণকরণ | ১৭,২৫০.০০ | ১৭,২৫০.০০ |
পরিদর্শন কার্যক্রমঃ
>> সিনজি ফিলিং স্টেশন পরিদর্শনের তথ্যাদি।
>> সিনজি কনভারশন ওয়ার্কশপ পরিদর্শনের তথ্যাদি।
>> সিএনজি সংশ্লিষ্ট দুর্ঘটনার তথ্যাদি।
>> অবৈধ কার্যক্রম তথ্যাদি।
বাংলাদেশের সিএনজি সম্পর্কিত কর্মকান্ডঃ
>> চলমান সিএনজি ফিলিং স্টেশনের তালিকা।
>> চলমান সিএনজি কনর্ভাশন ওয়ার্কশপের তালিকা।
>> সিএনজি মূল্য তালিকা।
গেজেট/ প্রজ্ঞপন/আইন-বিধি ও রুলসঃ
>> সিএনজি ফিলিং স্টেশন ও রুপান্তর কারখানা স্থাপন সম্পর্কিত গাইডলাইন।
>> সিএনিজি ফিলিং স্টেশন স্থাপনের অনুমোদন প্রদান সংক্রান্তে প্রণীত Zoning Principle এর গেজেট।
>> সিএনজি বিধিমালা’ ২০০৫।