Wellcome to National Portal
আরপিজিসিএল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মার্চ ২০২৪

এলএনজি টার্মিনাল

Excelerate Energy Bangladesh Limited (EEBL) কর্তৃক স্থাপিত MLNG টার্মিনাল:

 

 

 

  • চুক্তি স্বাক্ষর : ১৮ জুলাই, ২০১৬
  • বাস্তবায়ন : Build Own Operate and Transfer (BOOT) ভিত্তিতে
  • অবস্থান : কক্সবাজারের মহেশখালীতে (21º32’04’’ N; 91º49’07’’E)
  • Floating Storage Re-gasification Unit (FSRU) এর নাম : Excellence.
  • আকার : দৈর্ঘ্যে ২৭৭ মিটার, প্রস্থে ৪৪ মিটার এবং ড্রাফট ১২.৫ মিটার।
  • ধারনক্ষমতা : ১৩৮,০০০ ঘনমিটার।
  • রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটি : ৫০০ এমএমএসসিএফডি।
  • চুক্তির মেয়াদ : ১৫(পনের) বছর (২০১৮-২০৩২)।
  • গ্যাস সরবরাহ শুরু : ১৯ আগষ্ট, ২০১৮।
  • শুরু থেকে ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত গ্যাস সরবরাহের পরিমান: ৬১৬,০৪৭.৯৯ এমএমএসসিএফ
  • টার্মিনাল হস্তান্তর : ১৫ বছর পর কোন ধরনের চার্জ  গ্রহন ব্যাতিত FSRU টি EEBL পেট্রোবাংলার নিকট হস্তান্তর করবে।

 

 

Summit LNG Terminal Co. (Pvt.) Ltd কর্তৃক স্থাপিত SLNG টার্মিনাল:

 

 

  • চুক্তি স্বাক্ষর : ২০ এপ্রিল ২০১৭ ।
  • বাস্তবায়ন : Build Own Operate and Transfer (BOOT) ভিত্তিতে
  • অবস্থান : কক্সবাজারের মহেশখালীতে (21º33.20 N; 91º48.58 E) ।  
  • Floating Storage Re-gasification Unit (FSRU) এর নাম : Summit LNG
  • আকার : দৈর্ঘ্যে ২৭৭ মিটার, প্রস্থে ৪৪ মিটার এবং ড্রাফট ১২.৫ মিটার।                   
  • ধারনক্ষমতা : ১৩৮,০০০ ঘনমিটার ।
  • রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটি : ৫০০ এমএমএসসিএফডি।
  • চুক্তির মেয়াদ : ১৫(পনের)বছর (২০১৯-২০৩৩)।
  • গ্যাস সরবরাহ শুরু : ৩০ এপ্রিল, ২০১৯ ।
  • শুরু থেকে ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত গ্যাস সরবরাহের পরিমান: ৫১৭,০০৯.৭৭ এমএমএসসিএফ
  • টার্মিনাল হস্তান্তর : ১৫ বছর পর কোন ধরনের চার্জ  গ্রহন ব্যাতিত FSRU টি Summit পেট্রোবাংলার নিকট হস্তান্তর করবে।

   

 

   Bangabandhu Sheikh Mujib Land Based LNG Terminal স্থাপন:

  • মাতারবাড়িতে BOOT ভিত্তিতে ১০০০ এমএমসিএফডি রি-গ্যাস ক্ষমতাসম্পন্ন ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিব ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনাল’’ নির্মাণের লক্ষ্যে টার্মিনাল ডেভেলপার নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। Proposal Submission এর শেষ তারিখ ২৬-০৯-২০২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
  • মাতারবাড়িতে “বঙ্গবন্ধু শেখ মুজিব ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনাল” স্থাপনের জন্য প্রস্তাবিত (CPGCBL) এর আওতাধীন Phase-II এর উত্তর পার্শ্বের trapezoid আকৃতির কর্ণার প্লটটি লীজ প্রক্রিয়া জটিল বিবেচনায় গত ০১-০২-২০২৪ তারিখে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় JICA কর্তৃক Master Plan অনুযায়ী পূর্বে নির্ধারিত স্থানে “বঙ্গবন্ধু শেখ মুজিব ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনাল”স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত পাওয়ার পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।