Wellcome to National Portal
আরপিজিসিএল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মে ২০২৩

এলএনজি টার্মিনাল

Excelerate Energy Bangladesh Limited (EEBL) কর্তৃক স্থাপিত MLNG টার্মিনাল:

 

 

 

  • চুক্তি স্বাক্ষর : ১৮ জুলাই, ২০১৬
  • বাস্তবায়ন : Build Own Operate and Transfer (BOOT) ভিত্তিতে
  • অবস্থান : কক্সবাজারের মহেশখালীতে (21º32’04’’ N; 91º49’07’’E)
  • Floating Storage Re-gasification Unit (FSRU) এর নাম : Excellence.
  • আকার : দৈর্ঘ্যে ২৭৭ মিটার, প্রস্থে ৪৪ মিটার এবং ড্রাফট ১২.৫ মিটার।
  • ধারনক্ষমতা : ১৩৮,০০০ ঘনমিটার।
  • রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটি : ৫০০ এমএমএসসিএফডি।
  • চুক্তির মেয়াদ : ১৫(পনের) বছর (২০১৮-২০৩২)।
  • গ্যাস সরবরাহ শুরু : ১৯ আগষ্ট, ২০১৮।
  • শুরু থেকে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত গ্যাস সরবরাহের পরিমান : ৫১৮,৪৮০.৫১ এমএমএসসিএফ। 
  • টার্মিনাল হস্তান্তর : ১৫ বছর পর কোন ধরনের চার্জ  গ্রহন ব্যাতিত FSRU টি EEBL পেট্রোবাংলার নিকট হস্তান্তর করবে।

 

 

Summit LNG Terminal Co. (Pvt.) Ltd কর্তৃক স্থাপিত SLNG টার্মিনাল:

 

 

  • চুক্তি স্বাক্ষর : ২০ এপ্রিল ২০১৭ ।
  • বাস্তবায়ন : Build Own Operate and Transfer (BOOT) ভিত্তিতে
  • অবস্থান : কক্সবাজারের মহেশখালীতে (21º33.20 N; 91º48.58 E) ।  
  • Floating Storage Re-gasification Unit (FSRU) এর নাম : Summit LNG
  • আকার : দৈর্ঘ্যে ২৭৭ মিটার, প্রস্থে ৪৪ মিটার এবং ড্রাফট ১২.৫ মিটার।                   
  • ধারনক্ষমতা : ১৩৮,০০০ ঘনমিটার ।
  • রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটি : ৫০০ এমএমএসসিএফডি।
  • চুক্তির মেয়াদ : ১৫(পনের)বছর (২০১৯-২০৩৩)।
  • গ্যাস সরবরাহ শুরু : ৩০ এপ্রিল, ২০১৯ ।
  • শুরু থেকে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত গ্যাস সরবরাহের পরিমান : ৪১৩,০৩৫.৯৭ এমএমএসসিএফ
  • টার্মিনাল হস্তান্তর : ১৫ বছর পর কোন ধরনের চার্জ  গ্রহন ব্যাতিত FSRU টি Summit পেট্রোবাংলার নিকট হস্তান্তর করবে।

 

    

       বঙ্গবন্ধু শেখ মুজিব ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনাল স্থাপন:

  • কক্সবাজারের মাতারবাড়ী এলাকায় ১,০০০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন একটি Land Based LNG Terminal নির্মাণের বিষয় সরকার অনুমোদন প্রদান করেছে
  • Land Based এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য Expression of Interest (EoI) আহবান করে ০৮ টি ডেভেলপার কোম্পানিকে শর্টলিস্টিং করা হয়েছে।
  • Shortlisted প্রতিষ্ঠান সমূহ বরাবর গত ১৫/০৩/২০২২ তারিখে Request for Proposal (RFP) ইস্যু করা হয়েছে।
  • Bidding Process Schedule অনুযায়ী গত ১৭/০৪/২০২২ তারিখে Pre-bid Meeting অনুষ্ঠিত হয়েছে।
  • RFP জমাদানের সর্বশেষ তারিখ ১০/০৮/২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয় ।
  • Land based LNG Terminal স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্বাচনের লক্ষ্যে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর প্রস্তাবিত দু’টি সাইট হতে অধিকতর উপযুক্ত স্থান নির্ধারনের লক্ষ্যে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি সাইট পরিদর্শনপূর্বক এতদবিষয়ে প্রতিবেদন গত ০৯-০১-২৩ তারিখ মাননীয় সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বরাবর দাখিল করে।
  • সর্বশেষ ২৩-০১-২০২৩ তারিখ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে স্থান নির্বাচনের উপর অনুষ্ঠিত পর্যালোচনা সভার সিদ্ধান্তের আলোকে প্রস্তাবিত জমি আরপিজিসিএল কর্তৃক ব্যবহার বিষয়ে অনাপত্তি প্রদানের অনুরোধ জানিয়ে জ্বাখসবি হতে বিদ্যুৎ বিভাগকে ১৪-০২-২০২৩ তারিখে পত্র প্রেরণ করা হয়েছে।